প্রতিষ্ঠানের ইতিহাস

কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় টি ১৯৬৭ খ্রি. সালে স্থাপিত হয়ে প্রথমে জুনিয়র স্কুল এবং ১৯৮০ খ্রি. সালে দশম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমতি পান।কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব, আলহাজ্ব মো: তৈয়ব আলী মোল্লা। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব, মো: আমজাদ আলী (01-01-1967 হইতে 31-01-1970) এবং পরবর্তীতে প্রধান শিক্ষক জনাব, মো: নাইমুল হক সাহেবের (01-02-1970 হইতে 30-10-2007) নেতৃত্বে তানোর উপজেলার মধ্যে শক্তিশালী একটি অবস্থান তৈরী হয়। প্রতিষ্ঠানটিতে অত্র কৃষ্ণপুর গ্রামের কৃতি সন্তান জনাব মো: ফজলুর রহমান এবং জনাব, আলহাজ্ব মো: আলাউদ্দীন সাহেব শিক্ষকতা করেন, জনাব মৃত. মজিবুর রহমান অফিস সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন। জনাব, মো: আজাহার হোসেন সাহেব, বিএসসি শিক্ষক (01/10/1985) এবং প্রধান শিক্ষক হিসাবে (13-01-2010 হইতে 30-09-2021) দায়িত্ব পালন করেছেন।